ফেসবুকে আওয়ামী লীগ নেতাদের ‘আপত্তিকর’ ছবি, থানায় জিডি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ১০:২০ এএম, ১৮ মে ২০২৩

পঞ্চগড়ে জেলা আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের সঙ্গে অচেনা নারীর ‘আপত্তিকর’ ছবি জুড়ে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একাধিক আওয়ামী লীগ ও যুবলীগ নেতা পঞ্চগড় সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ওই নেতারা।

নেতারা জানান, গত শনিবার থেকে কয়েকজন আওয়ামী লীগ ও যুবলীগ নেতার ছবি একটি চক্র ‘সত্যের সন্ধানে’ নামে একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করে। এতে বিব্রতকর অবস্থায় পড়েন তারা।

এ ঘটনায় পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা শাহনেওয়াজ প্রধান শুভ এবং জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আকতারুজ্জামান আকতার মঙ্গলবার রাতে ও বুধবার সকালে সদর থানায় সাধারণ ডায়েরি করেন।

জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আকতারুজ্জামান আকতার বলেন, সত্যের সন্ধানে নামে একটি আইডি থেকে আপত্তিকর ছবি পোস্ট করা হয়েছে। আমাদের সম্মান নষ্ট করার জন্য একটি চক্র ছবিগুলো সুপার এডিট করে এভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছে।

পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার বলেন, এ ঘটনায় কয়েকজন আওয়ামী লীগ ও যুবলীগ নেতা থানায় সাধারণ ডায়েরি করেছেন। আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি। আশা করি, শিগগির যারা এর সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা যাবে।

সফিকুল আলম/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।