কাজের সন্ধানে উখিয়া থেকে পালিয়ে হাতিয়ায় রোহিঙ্গা যুবক
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে মো. আব্দুল হাফেজ (৩৫) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছেন স্থানীয়রা।
শুক্রবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় বুড়িরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রহমত বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রোহিঙ্গা মো. আব্দুল হাফেজ কক্সবাজারের উখিয়া ক্যাম্পে ১৫ নম্বর বাল্কের ট্যাংকালী হাকিমপাড়া আমির হোসেনের ছেলে। বিকেলে তাকে পুলিশ পাহারায় কক্সবাজারের উখিয়া থানায় পাঠানো হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জাগো নিউজকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা ওই যুবককে দেখে সন্দেহ হলে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তিনি কাজের সন্ধানে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছেন বলে স্বীকার করেন।
ওসি আরও বলেন, খবর পেয়ে সাগরিয়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহমুদ গিয়ে তাকে উদ্ধার করে। পরে পুলিশি পাহারায় উখিয়া ফেরত পাঠানো হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এসজে/জিকেএস