ব্যরিস্টার সুমন
এসেছিলেন খেলতে, ফেরার সময় ঝড়ে ক্ষতিগ্রস্তদের দিয়ে গেলেন উপহার
জামালপুরে ইসলামপুরে ফুটবল খেলতে এসে ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য এক লাখ টাকা উপহার দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এসময় তাকে দেখতে নারী-পুরুষসহ মাঠের চারদিকে প্রায় অর্ধ লাখ মানুষের সমাগম ঘটে।
শুক্রবার (১৯ মে) বিকেলে উপজেলার গুঠাইল হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম মরহুম মিয়ার উদ্দিন তালুকদার স্পোর্টিং ক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর হাসানের হাতে উপহারের অর্থ তুলে দেন তিনি।
এসময় ব্যারিস্টার সুমন বলেন, এ জেলার মানুষের ভালোবাসায় মুগ্ধ। এক লাখ টাকা খুবই সামান্য। আরও আরও কিছু করতে পারলে খুশি হতাম। আজকে ফুটবল খেলতে এসে কখনও মনে হয়নি যে সিলেট ছেড়ে জামালপুরে এসেছি। সব দর্শকই যেনো আমার দলের। তাই দল হেরে গেলেও দুঃখ নেই। কেননা জামালপুরবাসী পুরো খেলায় যেভাবে আমাদের সমর্থন দিয়েছে, তা বড়ই সম্মানের। এই সম্মান নিয়ে বাড়ি ফিরতে চাই।
তিনি আরও বলেন, ঢাকা থেকে জামালপুর আসার সময় একটা রাস্তাঘাটও ভাঙ্গা পাইনি। এজন্য এলাকার কৃতি সন্তানদের ধন্যবাদ জানাই। তবে মির্জা আজম এমপিকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএন) তানভীর হাসান রুমান জাগো নিউজকে বলেন, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন একজন ফুটবলপ্রেমী মানুষ। তাকে দেখতে আজ লাখো মানুষের সমাগম ঘটেছিল। সম্প্রতি এ অঞ্চলে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি জানতে পেরে তিনি অসহায় মানুষের জন্য এক লাখ টাকা আমার হাতে তুলে দিয়েছেন।
প্রসঙ্গত পূর্ণ ৯০ মিনিটের এ খেলায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ২-১ গোলে পরাজিত হন। খেলা ও পুরস্কার বিতরণ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ, ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান রুমান, ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল, ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের শেখ, ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মাজেদুর রহমান মাজেদ প্রমুখ।
মো. নাসিম উদ্দিন/এএইচ/এএসএম