ভাড়া কম হওয়ায় রেলযাত্রী বেড়েছে: মন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ২০ মে ২০২৩

অন্য যে কোনো যানবাহনের তুলনায় মানুষ এখনো সাশ্রয়ী ভাড়ায় রেলপথে যাতায়াত করতে পারছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

শনিবার (২০ মে) দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, দেশের অন্য যে কোনো যানবাহনের তুলনায় রেলপথে ভাড়া অনেক কম। এর সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক সুযোগ-সুবিধা। এ কারণে সাধারণ মানুষ এখনো সাশ্রয়ী ভাড়ায় রেলপথে যাতায়াত করতে পারছে। একই কারণে রেলপথে যাত্রী সংখ্যাও বেড়েছে।

তিনি বলেন, যাত্রীর চাহিদা বিবেচনায় আসনের অতিরিক্ত ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া পঞ্চগড় থেকে তেঁতুলিয়া হয়ে বাংলাবান্ধা পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করার পরিকল্পনাটিতে প্রধানমন্ত্রীর সম্মতি রয়েছে। যে কোনো সময় প্রকল্পটির কাজ শুরু হতে পারে।

এসময় স্থানীয় সরকার বিভাগ পঞ্চগড়ের উপ-পরিচালক আজাদ জাহান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, রেলওয়ে রাজশাহী অঞ্চলের প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান, বিভাগীয় রেল ব্যবস্থাপক আব্দুস সালাম, স্থানীয় স্টেশন মাস্টার মাসুদ পারভেজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সফিকুল আলম/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।