লক্ষ্মীপুরে বিএনপি নেতা চাঁদের কুশপুতুল দাহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ২২ মে ২০২৩

প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ায় লক্ষ্মীপুরে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের কুশপুতুল দাহ করা হয়েছে।

সোমবার (২২ মে) বিকেলে জেলা আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ শেষে চাঁদের দুটি কুশপুতুলে আগুন দেওয়া হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু এবং সাধারণ নুরউদ্দিন চৌধুরী নয়নের নেতৃত্বে লক্ষ্মীপুর জজ আদালতের পিপি জসিম উদ্দিন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদ মান্না, সৈয়দ আহম্মদ পাটওয়ারী, হুমায়ুন কবীর পাটওয়ারী, সৈয়দ সাইফুল হাসান পলাশ, জহির উদ্দিন বাবর, যুবলীগ নেতা চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম রকি, শাহাদাত হোসেন ভূঁইয়াসহ বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন।

মিছিল শেষে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বিএনপি নেতা চাঁদের কুশপুতুলে আগুন দিয়ে পুড়িয়ে দেন।

এসময় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, শেখ হাসিনা এখন বিশ্বনেত্রী। তাকে কিংবা আওয়ামী লীগকে নিয়ে কোনো উসকানিমূলক বক্তব্য দিলে সারাদেশে বিএনপির নেতাকর্মীরা পালানোর রাস্তা খুঁজে পাবে না। কেন্দ্রীয় নির্দেশে আমরা লক্ষ্মীপুরে অনেক ধৈর্য ধরেছি। ধৈর্য ধরেই আমরা চেষ্টা করেছি লক্ষ্মীপুরকে শান্ত রাখার জন্য। কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী।

তিনি বলেন, বিএনপি-জামায়াত রাজনীতিকে অশান্ত করতেই বিভিন্ন সভা-সমাবেশে উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। এ উসকানিমূলক বক্তব্যের জন্য বিএনপিকে জবাব দিতে শুধু ছাত্রলীগই যথেষ্ট।

গত ১৯ মে পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

কাজল কায়েস/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।