পাখির ছানা শিকারে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ২২ মে ২০২৩
আহত সাংবাদিক আহমদ গিয়াস

পাখির বাসা থেকে ছানা শিকারে বাধা দেওয়ায় পরিবেশ গবেষক ও দৈনিক আজাদী পত্রিকার কক্সবাজার প্রতিনিধি আহমদ গিয়াসের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তার কপালে শক্ত বস্তু দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করা হয়েছে। আহতাবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২২ মে) সকাল ১০টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরিয়ানগরের সাংবাদিক আহমদ গিয়াসের বাড়ি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ঝিরঝিরি পাড়ার জুনাইদ নামে এক পাখি শিকারিকে আটক করা হয়েছে।

সাংবাদিক গিয়াসের স্ত্রী মসতুরা আক্তার বলেন, আমদের বাড়ি সংলগ্ন পাহাড়ের ঢালে বাসা বেঁধে পাখিরা থাকে। এসব পাখি শিকার করার জন্য স্থানীয় কিছু লোকজন চেষ্টা চালান। তাদের পাখি শিকার করতে বারণ করলে তারা আমার স্বামীকে মারধর করেন। এতে তিনি রক্তাক্ত হন। শক্ত বস্তু নিয়ে আঘাত করায় কপালের হাড়ে ফ্র্যাকচার হয়েছে। পরে খবর পেয়ে স্থানীয়রা জুনাইদ নামে এক পাখি শিকারিকে আটক করে পুলিশে দেন।

তিনি বলেন, আমার বাড়ির লাগোয়া পাহাড়ে বিভিন্ন জাতের গাছ লাগানো হয়েছে। প্রতিদিন বিকেলে যখন পাখিরা এই বাগানে ফিরে আসে তখন এলাকার মানুষ ছাড়াও বাইরের এলাকা থেকে অনেকে দেখতে আসেন। সবাই মুগ্ধ হয়ে পাখিদের নীড়ে ফেরা দেখেন। কিন্তু অভিযুক্তরা দিনে অথবা রাতের আঁধারে এয়ারগান বা গুলতি দিয়ে এসব পাখি শিকার করেন। এজন্য ধীরে ধীরে পাখির অভয়ারণ্য প্রায় ধ্বংস হতে চলেছে।

মসতুরা আক্তার আরও বলেন, আমার ধারণা পাখি শিকারে বাধা দেওয়াটা একটি উসিলামাত্র। এলাকায় রাজারবাগী পীরের একটি আস্তানার প্রতারণায় এলাকাবাসীর সঙ্গে গিয়াসও প্রতিবাদ করেছেন। যার কারণে পীরের আস্তানাটি বন্ধ হয়েছে। এরপর থেকে গিয়াসকে টার্গেট করেন পীরের মুরিদরা। হয়তো তারাই আমার স্বামীর ওপর কৌশলে হামলা করিয়েছেন।

Cox পাখি শিকারে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আটক জুনাইদ

স্থানীয় পরিবেশকর্মী এইচ এম পারভেজ বলেন, এক সময়ের পাখির অভয়ারণ্য দরিয়ানগরে অবাধে পাখি শিকারের কারণে পাখির সংখ্যা দিনদিন কমছে। সাংবাদিক গিয়াস দীর্ঘদিন ধরে পরিবেশ-প্রকৃতি নিয়ে গবেষণা করে আসছেন। পাখির ছানা শিকারে বাধা দেওয়ায় তার ওপর হামলা চালিয়েছেন এলাকার দুর্বৃত্ত হিসেবে পরিচিত যুবকরা।

এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন কক্সবাজারে কর্মরত সাংবাদিকরা। হামলায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান তারা।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এরইমধ্যে হামলাকারীদের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এজাহার পেলে মামলা রুজু করা হবে।

সায়ীদ আলমগীর/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।