টেকনাফে বজ্রপাতে ২ জন নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০২:২৫ পিএম, ২৪ মে ২০২৩
বজ্রপাতে কৃষক রহমত উল্লাহ ও জেলে হেলাল উদ্দিন মারা যান

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। বুধবার (২৪ মে) বেলা ১১টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া ও সাগরপাড় এলাকায় পৃথক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড হাসমপাড়া সোনা আলীর ছেলে কৃষক রহমত উল্লাহ (৪০) ও ৫ নম্বর ওয়ার্ড বাইন্না পাড়ার নুরুল ইসলামের ছেলে হেলাল উদ্দিন ওরফে ধইল্যা (২০)।

বাহারছড়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জাগো নিউজকে বলেন, বেলা ১১টার দিকে পানের বরজ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে কৃষক রহমত উল্লাহর মৃত্যু হয়। অপরদিকে ধইল্যা নামের ওই যুবক সাগরপাড়ে পোনা ধরার সময় বজ্রপাতে মারা যান।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জাগো নিউজকে বলেন, উপজেলার বাহারছড়া ইউনিয়নে বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সায়ীদ আলমগীর/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।