ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত, আহত ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২৪ মে ২০২৩

ফেনীতে ট্রাকচাপায় হাসান ইমাম (২১) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার আরও পাঁচ যাত্রী।

বুধবার (২৪ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম পুরোনো মহাসড়কের সদর উপজেলার মালিপুর রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান ইমাম ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের খাজুরিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, সকালে ফেনী জেনারেল হাসপাতালের মোড় থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি ছাগলনাইয়ার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি মালিপুর রাস্তার মাথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক আসা একটি ট্রাক চাপা দেয়। এতে অটোরিকশার সামনের অংশ দুমড়ে-মুচড়ে অটোরিকশাচালক ও পাঁচজন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক চালক হাসান ইমামকে মৃত ঘোষণা করেন। আহত পাঁচ যাত্রীর দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। অপর তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।