যশোরে মাটির নিচে শিবিরের গোপন আস্তানা
যশোরে মাটির নিচে শিবিরের গোপন আস্তানা নির্মাণের খবর পাওয়া গেছে। নির্মাণাধীন আস্তানা থেকে ১০টি বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার জামায়াত অধ্যুষিত বসুন্দিয়া বাজারস্থ শিবির অফিসের নিচে নির্মাণাধীন আস্তানা থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটকরা হলেন, যশোর সদরের বসুন্দিয়া এলাকার শিবিরকর্মী বিল্লাল হোসেন ও নুরুজ্জামান, স্থানীয় মমতাজ বেকারির মালিক টিটো, কেফায়েতনগর গ্রামের বাদশা, আলামিনসহ ১১ জন।
যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, বসুন্দিয়ার ভৈরব নদের পাড়ে বসুন্দিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের অফিসের মধ্যে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। জামায়াত-শিবির বড় ধরনের নাশকতা পরিকল্পনার উদ্দেশ্যে ওই ভবনের নিচে গোপন ঘর তৈরি করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ওই আস্তানায় অভিযান চালিয়ে প্রথমে বিল্লাল ও নুরুজ্জামান নামে দুই শিবির কর্মীকে আটক করা হয়। পরে স্থানীয় মমতাজ বেকারির মালিক টিটো, কেফায়েতনগর গ্রামের বাদশা, আলামিনসহ মোট ১১ জনকে আটক করা হয়।
সেখান থেকে ১১টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৬টা) অভিযান চলছিরো বলে ওসি নিশ্চিত করে জানান, অভিযান অব্যাহত রয়েছে। শেষ না হওয়া পর্যন্ত সব তথ্য আনুষ্ঠানিকভাবে দেয়া সম্ভব না।
এ বিষয়ে জানতে চাইলে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, বসুন্দিয়া শিবির অফিসে মাটির নিচে গোপন ঘর নির্মাণকালে বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ অনেককে আটক করেছে পুলিশ। অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে রাতেই মিডিয়াকে সকল তথ্য জানানো হবে।
মিলন রহমান/এআরএ/পিআর