প্রধানমন্ত্রীর ঈদ কার্ডে ছবি এঁকে ঘর পেলো মোনায়েম
প্রধানমন্ত্রীর ঈদ কার্ডে ছবি এঁকে উপহারের ঘর পেয়েছে প্রতিবন্ধী আব্দুল্লাহ আল মোনায়েম। বুধবার (২৪ মে) বিকেলে ফেনীর দাগনভূঞা পৌর এলাকার শ্রীধরপুর গ্রামে নির্মিত ঘর হস্তান্তর করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রাহমান।
মোনায়েম দাগনভূঞা একাডেমির ৭ম শ্রেণির ছাত্র। সে ইয়াকুবপুর ইউনিয়নের এনায়েতনগর গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে। নিজের ইচ্ছা শক্তি দিয়ে ক্লাসের মেধা তালিকায় স্থান করে নিয়েছে। পা দিয়ে ছবি এঁকে অর্জন করেছে একের পর এক পুরস্কার। তার আঁকা ছবি জেলা ও জাতীয় পর্যায়ে বহুবার বিজয়ী হয়েছে।
মোনায়েমের মা বিবি কুলসুম বলেন, ঘর পেয়ে আমরা আনন্দিত। প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
উজ্জীবক আর্ট স্কুলের প্রশিক্ষক গিয়াস উদ্দিন ভূঞা বলেন, হাত না থাকায় মোনায়েমকে পা দিয়ে লেখার এবং ছবি আঁকার প্রশিক্ষণ দিয়েছি। মোনায়েম ঘর পাওয়ায় আমরা অনেক খুশি।

আরও পড়ুন: চট্টগ্রাম বিভাগে প্রথম হলো পা দিয়ে আঁকা মোনায়েমের ছবি
ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, সারাদেশে থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ছবি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠালে সেখান থেকে মোনায়েমের ছবি প্রধানমন্ত্রী ঈদ কার্ডের জন্য নির্বাচন করেন। পরে মোনায়েমের দুই হাত নেই জেনে প্রধানমন্ত্রী আপ্লূত হন। মোনায়েমের কোনো প্রয়োজন আছে কিনা প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন। মোনায়েমের মা একটি ঘর করে দেওয়ার অনুরোধ করেছিলেন। তিনি আশ্রয়ণ প্রকল্পের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তাকে একটি ঘর করে দেওয়ার জন্য। পরে মোনায়েমের মায়ের পছন্দমতো দুই শতকের একটি জায়গায় কিনে ঘর নির্মাণ করা হয়।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রাহমান বলেন, মোনায়েমের দুটি হাত নেই তারপরও সে কত সুন্দর ছবি আঁকে। এটা দেখে প্রধানমন্ত্রী মুগ্ধ হন। তিনি জায়গাসহ আশ্রয়ণ প্রকল্পের ঘর করে দিলেন। যদি আরও কোনো কিছুর প্রয়োজন হয় আমরা করে দিব।
এসময় স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক গোলাম মো. বাতেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেরাজ শারবীন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সী, দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান ইমাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামাল উদ্দিন, দাগনভূঞা একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/জিকেএস