রং ও কুড়া মিশিয়ে ভেজাল মসলা তৈরি করতেন তিনি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৩:৫৬ এএম, ২৭ মে ২০২৩

ফেনীতে রং ও কুড়া মিশিয়ে ভেজাল মসলা তৈরি করার অপরাধে ফারুক খান বাদল নামে এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (২৬ মে) দুপুরে বিপুল পরিমাণ ভেজাল মসলাসহ তাকে আটক করা হয়। ফারুক খান নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী গ্রামের কামাল মিয়ার ছেলে।

র‌্যাব-৭, ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে কতিপয় ব্যক্তি ফেনীর তাকিয়া রোডের মেসার্স বাদলের মসলা ভাঙানো মিলে ভেজাল মসলা বিক্রয়ের উদ্দেশ্যে মজুত ও প্রস্তুত করছে। র‌্যাবের একটি দল সেখানে পৌঁছামাত্রই ফারুক খান পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা তাকে আটক করেন।

ফারুককে জিজ্ঞাসাবাদ ও মসলা মিল ঘরের ভেতর তল্লাশি করে ১৮টি প্লাস্টিকের বস্তায় ভেজাল রংমিশ্রিত ৭৬০ কেজি হলুদ-মরিচের গুঁড়া পাওয়া যায়।

jagonews24

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন মসলাসহ হলুদ-মরিচের গুঁড়ার সঙ্গে রং ও রাসায়নিক পদার্থ মিশিয়ে ভেজাল মসলা তৈরি করে আসছিলেন। এসব ভেজাল পণ্য তিনি ফেনী ছাড়াও নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে পাইকারদের মাধ্যমে বিক্রয় করে আসছেন।

ফেনী র‍্যাব-৭ কোম্পানি অধিনায়ক স্কোয়াডন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটক ব্যক্তি ও উদ্ধার মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।