লক্ষ্মীপুরে ছাত্রলীগের তিন কমিটি বিলুপ্ত

লক্ষ্মীপুরে পৌর ছাত্রলীগসহ তিনটি ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে।
শনিবার (২৭ মে) সন্ধ্যায় বর্ধিত সভায় জেলা ছাত্রলীগ এ সিদ্ধান্ত নেয়। সভা শেষে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
বিলুপ্ত অন্য কমিটিগুলো হলো রামগতি উপজেলা ও রামগতি আ স ম আব্দুর রব সরকারি কলেজ শাখা।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিলুপ্ত কমিটিগুলো মেয়াদোত্তীর্ণ ছিল। এজন্য কমিটিগুলো বিলুপ্ত করা হয়। নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে।
রামগতি উপজেলার জন্য জেলা কমিটির সহ-সভাপতি মনির মাহমুদ নোবেল, জাহিদ আদনান ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবিন ভূঁইয়ার কাছে জীবনবৃত্তান্ত জমা দিতে হবে।
লক্ষ্মীপুর পৌর শাখার জন্য জেলা কমিটির সহ-সভাপতি মনির মাহমুদ নোবেল ও নজরুল ইসলাম বাপ্পীর কাছে জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে। এছাড়া রামগতি আ স ম আব্দুর রব সরকারি কলেজের জন্য জেলা কমিটির সহ-সভাপতি রাকিব হোসেন ও যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ আহসান আহমেদ রোমেলকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নেতারা সশরীরের সংশ্লিষ্ট এলাকায় উপস্থিত হয়ে পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করবেন।
রামগতি উপজেলার সদ্যবিলুপ্ত কমিটির সভাপতি আকবর হোসেন সুখী বলেন, আমাদের কমিটি বিলুপ্তের প্রেস বিজ্ঞপ্তি ফেসবুকে দেখেছি। সরাসরি কোনো চিঠি আমরা পাইনি।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া বলেন, মেয়াদোত্তীর্ণ হওয়ার তিনটি কমিটি বিলুপ্ত করা হয়েছে। নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে সাতদিনের মধ্যে জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে লক্ষ্মীপুর আলিয়া মাদরাসা, রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজ ও রামগঞ্জ রাব্বানীয়া কামিল মাদরাসা ছাত্রলীগের কর্মী সমাবেশের তারিখ ঘোষণা করা হয়েছে। এজন্য জেলা নেতাদের মাধ্যমে জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হবে।
কাজল কায়েস/এমআরআর/জেআইএম