মাদক মামলা
এক বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ২০ বছর

মাদক মামলায় এক বছরের সাজা এড়াতে ২০ বছর পালিয়ে ছিলেন মনির আহাম্মদ ওরফে আয়াছ আজিজ নামে এক কারবারি। অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি।
শনিবার (২৭ মে) বিকেলে আদালতের মাধ্যমে তাকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতার মনির ছাগলনাইয়ার হরিপুর গ্রামের দেলোয়ার হোসেন দেওয়ান বাড়ির জাকির হোসেনের ছেলে।
পুলিশ জানায়, ২০০১ সালে ২৫ বোতল ফেনসিডিলসহ পুলিশের হাতে গ্রেফতার হয় মনির। পরে জামিন নিয়ে তিনি আত্মগোপনে চলে যান। ২০০৩ সালে এ মামলায় তাকে এক বছরের কারাদণ্ড দেন আদালত। এরপর দেশের বিভিন্ন স্থানে তিনি নাম পরিবর্তন করে আত্মগোপনে বসবাস করে আসছিলেন। গোপন সংবাদে শুক্রবার রাতে চট্টগ্রামের হালিশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় পলাশ জাগো নিউজকে বলেন, দীর্ঘ ২০ বছরের পলাতক আসামি মনিরকে গ্রেফতার করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আবদুল্লাহ আল-মামুন/এসজে