জামালপুরে কুকুরের কামড়ে ৪৪ জন হাসপাতালে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৮:০১ পিএম, ২৮ মে ২০২৩

 

জামালপুরে দুই ঘণ্টার ব্যবধানে ৪৪ জনকে কামড়িয়েছে কুকুর। গুরুতর আহতরা জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

রোববার (২৮ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহরের গেটপাড়, কাচারীপাড়া, ফুলবাড়িয়াসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র জানায়, দুপুর পর্যন্ত ৪৪ জন কুকুরে কামড়ানো রোগী হাসপাতালে আসেন। রেজিস্টার অনুযায়ী, এদের বেশিরভাগই শহরের ফুলবাড়িয়া এলাকার। অন্যরা শহরের অন্যান্য এলাকা ও পার্শ্ববর্তী গ্রামগুলোর।

জরুরি বিভাগের চিকিৎসক তৌহিদুল ইসলাম রাজিব বলেন, ‘যেসব কুকুর কামড়িয়েছে সেগুলো পাগলা কুকুর কি না জানা যাচ্ছে না। তবে আক্রান্ত প্রত্যেকের শরীরে বিভিন্ন স্থানে ক্ষত ছিল। তারা চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।’

রোগীদের অভিযোগ, হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন (এআরভি) নেই, শুধু র্যাবিস ইমিউনি গ্লোবুলিন (আরআইজি) ইনজেকশন দেওয়া হয়।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান বলেন, কুকুরে কামড়ানো রোগীদের দুটি ভ্যাকসিন দিতে হয়। এরমধ্যে একটি ভ্যাকসিন হাসপাতালে ছিল, সেগুলো দেওয়া হয়েছে। অনেকেই বাকি ভ্যাকসিনটা বাইরে থেকে সংগ্রহ করেছেন।

এ বিষয়ে জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু বলেন, কুকুরের জন্মনিরোধক ভ্যাকসিন আপাতত পৌরসভায় নেই। এগুলো জুনে বরাদ্দ আসে। তবে পৌরসভার নিজস্ব অর্থায়নে জলাতঙ্কের কিছু ভ্যাকসিন সংগ্রহ করা হচ্ছে।

নাসিম উদ্দিন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।