লক্ষ্মীপুরে ১৬ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:১০ পিএম, ২৮ মে ২০২৩

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত জালের মূল্য প্রায় পাঁচ কোটি ৬৭ লাখ টাকা। পরে উপজেলার মুন্সিরহাট এলাকায় জনসম্মুখে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

রোববার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বি এন কে এম শাফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: নোয়াখালীতে সাড়ে ৭ কোটি টাকার কারেন্ট জাল জব্দ 

কোস্টগার্ড সূত্র জানায়, দুপুরে উপজেলার জারির ধোনা খাল এলাকায় অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যায়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বি এন কে এম শাফিউল কিঞ্জল জানান, কারেন্ট জাল ব্যবহার অবৈধ। এটি ব্যবহার বন্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিনের নির্দেশে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।

কাজল কায়েস/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।