কলাবাগানে পড়ে ছিল নারীর রক্তাক্ত মরদেহ
মাদারীপুর সদর উপজেলার খাগদী এলাকার রাস্তার পাশে একটি কলাবাগান থেকে অজ্ঞাতপরিচয় এক নারী রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই নারীর বয়স আনুমানিক ৫০ বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের পাশে এক নারীর রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মাদারীপুর সিআইডির পরিদর্শক মনজুর হোসেন বলেন, ঘটনাস্থল থেকে সিম ছাড়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। শিগগির অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য জায়গায় এ হত্যাকাণ্ড ঘটিয়ে মরদেহ এখানে ফেলে যাওয়া হয়েছে। হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/এএসএম