রামগড়ে জমি নিয়ে বিরোধের জেরে হত্যা, একই পরিবারের ৭ জনের যাবজ্জীবন

খাগড়াছড়ির রামগড়ে জমি বিরোধের জেরে নুরুল হক ওরফে হকি কোম্পানি নামের একজনকে হত্যায় একই পরিবারের সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
সোমবার (২৯ মে) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় দেন।
আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড
দণ্ডপ্রাপ্তরা হলেন- রামগড়ের লালছড়ির মৃত সিরাজুল হকের ছেলে মো. মিজানুর রহমান, মিজানুর রহমানের ছেলে মো. আব্দুল মোতালেব, মো. রেজাউল করিম, মো. শাহ আলম, মো. হারুন, মো. রাসেল ও নুরুল আবছার। রায় ঘোষণার সময় মো. রাসেল ছাড়া সবাই আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় জমি বিরোধের জেরে রামগড়ের খাগড়াবিল বাজারে আসার সময় মো. নুরুল হকের ওপর দেশিয় অস্ত্র দিয়ে হামলা করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছেলে মো. নুরুন্নবী বাদী হয়ে মামলা করেন। ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে এ রায় ঘোষণা দেন।
মুজিবুর রহমান ভুইয়া/আরএইচ/এমএস