ফেনীর পুলিশ লাইনে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:০২ পিএম, ২৯ মে ২০২৩

ফেনীর পুলিশ লাইনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল স্থাপন করা হয়েছে। সোমবার (২৯ মে) দুপুরে ম্যুরাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

এ সময় ফেনীর পুলিশ সুপার জাকির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা, ফেনী মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

দৃষ্টিনন্দন এ ম্যুরালটি পুলিশ লাইন মাঠের পূর্ব পাশে স্থাপন করা হয়েছে। এটি ফেনী-কুমিল্লা সড়কে চলাচলকারী পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে।

আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।