নোমানের গাড়িতে হামলা

খাগড়াছড়িতে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৮:০৬ পিএম, ২৯ মে ২০২৩
ফাইল ছবি

খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করেছে বিএনপি ও আওয়ামী লীগ।

বিএনপির পক্ষ থেকে খাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়েরের ২৪ ঘণ্টা না পেরুতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগ এনে মামলা হয়েছে। খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ ১১০ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এ মামলায় আরও দেড় থেকে দুই শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়।

আরও পড়ুন: এমপিপুত্র-মেয়রের পাল্টাপাল্টি মামলা

এরআগে রোববার দুপুরে খাগড়াছড়ির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ওমর ফারুক সুজনের আদালতে খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেনকে প্রধান আসামি করে ১০৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন জেলা বিএনপির আইন বিষয়ক সহ-সম্পাদক রতন কুমার ত্রিপুরা। এ মামলায় আওয়ামী লীগের আড়াই শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, আদালত মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে গণ্য করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে শুনেছি। তবে এ ধরনের কোনো নির্দেশনা পাইনি।

গত ২৬ মে খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে যোগ দিতে আসার পথে আওয়ামী লীগের অফিসের সামনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগ পরস্পরকে দায়ী করেছে।

মুজিবুর রহমান ভুইয়া/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।