আগুনে ৩৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ৩০ মে ২০২৩

লক্ষ্মীপুরের রামগঞ্জ জিয়া শপিং কমপ্লেক্সে জি এম টেইলার্স আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী জাহিদ হাসান।

মঙ্গলবার (৩০ মে) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জাহিদ হাসান জানান, তিনি চিকিৎসার জন্য ভারতে আছেন। ঈদুল আজহাকে সামনে রেখে ঋণ নিয়ে দোকানে ১০ লাখ টাকার কাপড় তুলেছেন। তার অন্য তিন দোকানের মালামাল এ দোকানটিতে ছিল। অগ্নিকাণ্ডে তার ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

jagonews24

মার্কেটের নৈশপ্রহরী আব্দুল কাদের বলেন, হঠাৎ দোকানটিতে আগুন জ্বলতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে ফায়ার সার্ভিসকে ফোনে বিষয়টি জানানো হয়। ফায়ার সার্ভিস আসার আগেই দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

রামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুল হাসান বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে।

কাজল কায়েস/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।