চিকিৎসার পর গহীন বনে ফিরলো হাতি
রাঙ্গামাটির লংগদু উপজেলায় লোকালয়ের কাছে তিন দিন ধরে বাচ্চাসহ অবস্থান করছিল অসুস্থ মা হাতি। বিষয়টি দেখে বনবিভাগকে খবর দেন স্থানীয়রা। শুবলং বনবিভাগ এবং চট্টগ্রাম থেকে মেডিকেল কলেজ হাসপাতালের দুজন ডাক্তারের সহযোগিতায় অসুস্থ হাতিটিকে চিকিৎসা দেওয়া হয়। মঙ্গলবার (৩০ মে) সকালে বনে ফিরে যায় হাতি দুটি।
ভাসাইন্যাদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাচ্চাসহ বন্যহাতিটি অসুস্থ হয়ে তিন দিন ধরে চাইল্যাতলী এলাকায় লোকালয়ের কাছাকাছি এক জাগায় অবস্থান করছিল। তাই বনবিভাগকে জানানো হয়েছিল। তারা এসে হাতিটির চিকিৎসা শেষে আবার বনে ছেড়ে দেয়।

বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা রেজাউল করিম জাগো নিউজকে বলেন, খবর পেয়ে হাতিটিকে চিকিৎসা দেওয়ার জন্য মেডিকেল টিম নিয়ে এখানে আসি। চিকিৎসা পরবর্তী হাতিটিকে বনে ছেড়ে দেওয়া হয়েছে।
কক্সবাজার বঙ্গবন্ধু সাফারি পার্ক ভেটেনারি কর্মকর্তা ডাক্তার হাতেম সাজ্জাদ জাগো নিউজকে বলেন, আমরা এসেই হাতিটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেই। আশাকরি সুস্থ হয়ে যাবে।
সাইফুল উদ্দীন/এসজে/এএসএম