পরিমাপে কম দেওয়ার অপরাধে বন্ধ তেলের পাম্প

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ৩০ মে ২০২৩

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পরিমাপে কম দেওয়ায় একটি ফিলিং স্টেশনের তেল বিক্রি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার (৩০ মে) সকালে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন রংপুর বিএসটিআইয়ের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রোলজি) আজিজুল হাকিম।

এ সময় রংপুর বিএসটিআইয়ের বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী আহসান হাবীবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিএসটিআই সূত্র জানায়, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মঙ্গলবার সকালে দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ বাজার সংলগ্ন মেসার্স জান্নাতুন মাওয়া নামের একটি ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। ওই ফিলিং স্টেশন কর্তৃপক্ষ গ্রাহকদের ডিজেল, পেট্রোল ও অকটেন কারচুপির মাধ্যমে পরিমাপে কম দিচ্ছিল। বিষয়টি হাতেনাতে ধরা পড়ে বিএসটিআই প্রতিনিধিদের কাছে।

রংপুর বিএসটিআইয়ের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রোলজি) আজিজুল হাকিম বলেন, জান্নাতুন মাওয়া ফিলিং স্টেশনের বিরুদ্ধে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার সত্যতা পাওয়া গেছে। পরে আমরা তাদের তেল বিক্রি বন্ধ করে দিয়েছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সফিকুল আলম/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।