নাটোরে প্রাণ-এর পরিচ্ছন্নতা অভিযান
পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানুষকে সচেতন করতে দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ প্রাণ-আরএফএলের উদ্যোগে নাটোরে র্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (২ জুন) বিকেলে প্রাণ কারখানা থেকে একটি র্যালি বের হয়ে বনবেলঘরিয়া বাইপাস মোড় প্রদক্ষিণ শেষে আবার কারখানায় গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশ নিয়ে প্রাণগ্রুপের (নাটোর) ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক জব্বার আলী বলেন, পরিবেশ বিপর্যয়ের কারণে আমরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। ঝড়-জলোচ্ছ্বাস ও তাপমাত্রা বেড়ে যাওয়াসহ নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে। এ কারণে বাসযোগ্য পৃথিবী গড়তে হলে আমাদের পরিবেশকে বাঁচাতে হবে। তাই কর্তৃপক্ষের নির্দেশে আমরা একযোগে সারাদেশে এ কর্মসূচি পালন করেছি।
তেবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ওমর আলী প্রধান বলেন, এটি প্রাণ-আরএফএল গ্রুপের একটি ভালো উদ্যোগ। কারণ পরিবেশ না বাঁচলে পৃথিবী বাঁচবে না।
স্থানীয় আফসার আলী প্রামাণিক বলেন, এটি প্রাণ-আরএফএল গ্রুপের সময়োপযোগী উদ্যোগ। আসুন সবাই মিলে বাসযোগ্য পৃথিবী গড়ে তুলি।
প্রাণ-এর প্রশাসনিক কর্মকর্তা জুলফিকার হায়দার বলেন, প্রাণগ্রুপের চেয়ারম্যানের নির্দেশে সারাদেশে প্রাণ-এর যত প্রতিষ্ঠান রয়েছে একযোগে আমরা র্যালি ও পরিচ্ছন্নতা কাজে অংশ নিয়েছি। আমরা কারখানাসহ আমাদের আশপাশের পরিবেশ নিরাপদ রাখবো।
রেজাউল করিম রেজা/এসআর/এএসএম