মেহেরপুরে কনস্টেবলের মৃত্যু নিয়ে রহস্য

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১২:২৪ পিএম, ০৪ জুন ২০২৩

মেহেরপুরের গাংনী উপজেলার এলাঙ্গী পুলিশ ক্যাম্পে কর্মরত শাহেদ (২৬) নামের এক কনস্টেবলের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (৪ জুন) সকাল ৯টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহেদ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া গ্রামের বজলুর রহমানের ছেলে।

এলাঙ্গী পুলিশ ক্যাম্পের ইনচার্জ সুফল জানান, সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত সেন্ট্রি ডিউটি ছিল শাহেদের। ডিউটি শেষে পরের সেন্ট্রিকে ডিউটি না বুঝিয়ে দিয়ে তিনি বিছানায় শুয়ে পড়েন। সহকর্মীরা তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামিরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: শিশু নাহিদের মৃত্যু নিয়ে রহস্য

খবর পেয়ে পুলিশ সুপার রাফিউল আলম শাহেদের মরদেহ দেখতে হাসপাতালে আসেন। মৃত্যুর রহস্য উন্মোচনে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে পুলিশ সুপার রাফিউল আলম জানান, তদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। তখন আপনাদের বিস্তারিত জানানো হবে।

আসিফ ইকবাল/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।