নওগাঁয় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০২:৪৩ পিএম, ০৫ জুন ২০২৩

নওগাঁর মহাদেবপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চার যাত্রী নিহত হয়েছেন। এসময় আরও দুজন আহত হয়েছেন। সোমবার (৫ জুন) দুপুর দেড়টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাট চৌকগরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নওগাঁ সদর উপজেলার চকপাথুরিয়া গ্রামের অটোরিকশাচালক পাপ্পু সরদার (৫০), সিরাজগঞ্জ সদর উপজেলার খলিশাকুড়ি গ্রামের নাজমুল ইসলাম (২২) ও একই উপজেলার সাটিকাবাড়ী গ্রামের তানভীর আহমেদ চৌধুরী (২৪)। একজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নওগাঁ থেকে একটি মালবাহী ট্রাক রাজশাহী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে চারজন নিহত হন। আহত হন আরও দুজন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আব্বাস আলী/আরএইচ/জিকেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।