পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, বাবার ফাঁসি চায় সন্তানরাও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৩:০৭ পিএম, ০৫ জুন ২০২৩

লক্ষ্মীপুরে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় সেলিনা আক্তারকে (৪২) বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্বামীর জসিম উদ্দিনের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার (৫ জুন) দুপুরে সদর উপজেলার জকসিন বাজারে নিহতের ছেলে মেয়েসহ স্থানীয়রা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে নিহতের চার সন্তান রোজিনা আক্তার, আসমা আক্তার, লাভলী আক্তার ও আবদুল আজিজ সৌরভ, আওয়ামী লীগ নেতা ফিরোজ মাহমুদ বাকি, বেলায়েত হোসেন, জকসিন বাজার পরিচালনা কমিটির সভাপতি আবদুল আজিম শাকিল, সেলিনার ভাই মুক্তার হোসেন ও নুর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

নিহতের সন্তান রোজিনা জানায়, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বাঞ্চানগর এলাকায় তাদের নিজস্ব ভবন রয়েছে। সেখানে বাবা-মায়ের সঙ্গে তারা বসবাস করতেন। তাদের বাবা জসিম এক নারীর সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত ছিলেন। এনিয়ে বাধা দেওয়ায় মাকে বিভিন্নভাবে নির্যাতন করতেন। ৬ মাস আগে শাহীন আক্তার নামের ওই নারীকে বিয়ে করেন বাবা। এতে মায়ের সঙ্গে দাম্পত্য কলহ বেড়ে যায়। এরমধ্যে বাঞ্চানগর এলাকার ভবনসহ জমি তার নামে লিখে দেওয়ার জন্য মাকে চাপ দেন। এতে রাজি না হওয়ায় নির্যাতন আরও বেড়ে যায়।

Lakshmipur--(2).jpg

আরও পড়ুন: পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা, হাসপাতালে দুই সন্তান

২৭ মে বিকেলে মাকে বাঞ্চানগর এলাকার বাসা থেকে গ্রামের বাড়ি সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের কাঁচারি বাড়িতে নিয়ে যান। সেখানে বাবা ও তার দ্বিতীয় স্ত্রী শাহিন পরিকল্পিতভাবে মাকে মারধর করেন। একপর্যায়ে মুখে বিষ ঢেলে দেন তারা। পরে মাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ৩১ মে সেলিনার ভাই মুক্তার হোসেন বাদী হয়ে জসিম ও তার দ্বিতীয় স্ত্রী শাহিনসহ ৫ জনের নাম উল্লেখ করে অভিযোগ দেন। কিন্তু পুলিশ অভিযোগটি নথিভুক্ত করেননি। এতে ৪ জুন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি অভিযোগ দায়ের করেছেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাটি নিয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। এজন্য পরে মামলাটি গ্রহণ করা হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কাজল কায়েস/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।