নওগাঁর অভ্যন্তরীণ রুটে এক পক্ষের বাস চলাচল শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৬:০০ পিএম, ০৬ জুন ২০২৩

নওগাঁর অভ্যন্তরীণ রুটে কিছু বাস চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (৬ জুন) বিকেল ৩টা থেকে মোটর শ্রমিক ইউনিয়নের এক পক্ষ বাস চলাচল শুরু করে।

এর আগে মোটর শ্রমিক ইউনিয়নের দুপক্ষের দ্বন্দ্বের জেরে সকাল ৭টা থেকে নওগাঁর অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ ছিল। এ সময় দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। অনেকে বাড়তি ভাড়ায় সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে গন্তব্যে যান।

সংগঠন সূত্রে জানা গেছে, নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কমিটির মেয়াদ চলতি বছরের ১৫ মার্চ শেষ হয়। কিন্তু আড়াইমাস পার হলেও কমিটির নেতারা সাধারণ সভা কিংবা নির্বাচনের তারিখ ঘোষণা করছে না। এ নিয়ে সাধারণ সদস্যদের মধ্যে বিভাজন শুরু হয়। এরই প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে শ্রমিকদের একটি বড় অংশ বাস চলাচল বন্ধ করে দিয়ে নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করেন।

বাসের সুপারভাইজার দেলোয়ার হোসেন ও বাসের চালক এরশাদ আলী বলেন, কমিটির মেয়াদ শেষ হয়েছে আড়াইমাস চলে যাচ্ছে। কিন্তু কোনো সাধারণ সভা বা আলোচনা এখনো হয়নি। আবার শুনছি নতুন করে তারা কমিটির মেয়াদ বাড়িয়ে নিয়েছে। কিন্তু মেয়াদ বাড়ানোর পক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেনি। আমরা অবৈধ কমিটি চাই না।

নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জাগো নিউজকে বলেন, বর্তমান কমিটির সময়ে সাধারণ সদস্যরা মৃত্যু ও চিকিৎসা অনুদানসহ বিভিন্ন আর্থিক অনুদান থেকে বঞ্চিত হয়েছে। শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে তারা বঞ্চিত করছেন। এ অবস্থায় নির্বাচন দিলে তাদের হার নিশ্চিত। তাই নির্বাচন দিচ্ছে না। কিন্তু সাধারণ শ্রমিকরা এটা হতে দেবে না। তাদের অধিকার বুঝে নিতে আন্দোলন স্বরূপ বাস বন্ধ রেখেছিল। এক পক্ষের বাস চালু হয়েছে।

আরও পড়ুন: নওগাঁর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ

নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়ন সড়ক সম্পাদক জাহাঙ্গীর আলম জাগো নিউজকে বলেন, কমিটির মেয়াদ শেষ হওয়ার পর শ্রমিক ফেডারেশন থেকে ২১ মাস পর্যন্ত কমিটির মেয়াদ বাড়িয়ে নেওয়া হয়েছে। কিন্তু শ্রমিক ইউনিয়নের একটি বড় অংশের সদস্যরা মেনে না নিয়ে অবৈধ বলে দাবি করছে। এ কারণে তারা সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখেছে।

নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউজ্জামান মতি জাগো নিউজকে বলেন, কমিটির একটি অংশ সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখেছিল। আবারও বাস চলাচল শুরু হয়েছে। বর্তমানে উচ্চ আদালতের একটি রায় আছে যে যে অবস্থানে আছে সেখানেই থাকবে। সাবেক কমিটির বিরুদ্ধে দেড় কোটি টাকার আত্মসাতের অভিযোগ আছে। বিষয়টি নিয়ে মামলাও হয়েছে। বর্তমান কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে। আমরা আন্দোলনের ডাকে ভয় পাই না। সময় হলে ঠিক নির্বাচনের তারিখ ঘোষণা হবে।

এ বিষয়ে নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আজাহারুল ইসলাম জাগো নিউজকে বলেন, জানুয়ারি মাসে সাধারণ সভার আহ্বান করা হয়েছিল। সেই সভায় ইউনিয়নের সদস্যদের মতামতের ভিত্তিতে বর্তমান কমিটির মেয়াদ রেজুলেশন করে বর্ধিত করা হয়েছে। সুতরাং কিছু সদস্য কমিটিকে অবৈধভাবে দাবি করছেন। তাদের এ অভিযোগ মোটেও সঠিক না। সময় অনুযায়ী নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এরই মধ্যে কিছু বাস চলাচল শুরু করেছে। ধীরে ধীরে বাস চলাচল স্বাভাবিক হবে।

আব্বাস আলী/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।