বৃষ্টি কামনায় নওগাঁয় ৩ শতাধিক মুসল্লির নামাজ আদায়
বৃষ্টি কামনায় নওগাঁয় ইসতিসকার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জুন) বেলা ১১টায় স্থানীয়দের উদ্যোগে নওগাঁ শহরের কাঁঠালতলী এলাকায় মার্কাজ মসজিদের পাশের মাঠে বিশেষ এই নামাজ আদায় ও দোয়া করা হয়। নামাজে ইমামতি করেন শহরের দপ্তরি পাড়া কওমি মাদরাসার শিক্ষক মুফতি মিজানুর রহমান।
জৈষ্ঠ্য মাসের ২৪ দিন পেরিয়ে গেলেও বৃষ্টির দেখা নেই। এ মাসের শুরুর দিকে ২ দিন সামান্য পরিমাণ বৃষ্টি হয়েছে। তারপর আর বৃষ্টির দেখা মেলেনি। এছাড়া জেলায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। সারাদেশের মতো বইছে তীব্র তাপপ্রবাহ। এতে জনজীবনসহ প্রাণিকূল অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রচণ্ড এই গরম থেকে রক্ষা পেতে ও বৃষ্টি কামনায় মুসল্লিরা দুই রাকাত ইসতিসকার নামাজ (বৃষ্টির নামাজ) আদায় করেন। নামাজ শেষে বৃষ্টি কামনায় দোয়া করা হয়। নামাজে প্রায় তিন শতাধিক মুসল্লি অংশ নেন।
নামাজের ইমাম মুফতি মিজানুর রহমান বলেন, বালা-মসিবত দিয়ে আল্লাহ আমাদের পরীক্ষা করছেন। এসব বালা-মসিবত থেকে রক্ষা পেতে এবং আল্লাহকে খুশি করতে নফল নামাজ আদায় করেছি। এরপর আল্লাহর জমিন শীতল করতে রহমতের বৃষ্টি কামনায় দোয়া করা হয়েছে। আল্লাহ চাইলে বৃষ্টি দিয়ে জমিন শীতল করবেন।
আব্বাস আলী/এফএ/এএসএম