লক্ষ্মীপুরে ককটেল ফাটিয়ে সোনা ডাকাতি, গাড়িচাপায় পথচারী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ০৭ জুন ২০২৩

লক্ষ্মীপুরে ককটেল ফাটিয়ে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এছাড়া ডাকাতি শেষে পালানোর সময় ডাকাতদলের পিকআপ চাপায় সফি উল্যা (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুই পথচারী। এছাড়া সোনা ব্যবসায়ী ও তার ছেলেকে পিটিয়ে জখম করেছে ডাকাতরা।

ঘটনাস্থল থেকে ১০-১৫টি ককটেল উদ্ধারসহ দুজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৭ জুন) রাত সোয়া ৮টার দিকে শহরের কলেজরোড এলাকার চৌধুরী সুপার মার্কেটের আর কে শিল্পালয়ে এ ডাকাতির ঘটনা ঘটে।

আহত সোনা ব্যবসায়ী অপুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পিকআপ চাপায় আহত ইসমাইল হোসেনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপর আহত স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তার নাম-পরিচয় জানা যায়নি।

ব্যবসায়ী অপু পৌর শহরের সমসেরাবাদ এলাকার বাসিন্দা। নিহত সফি উল্যা পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুরের ইটেরপুল এলাকার পানাম বাড়ির বাসিন্দা। আহত ইসমাইল হোসেন একই বাড়ির বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে পিকআপযোগে একদল ডাকাত ঘটনাস্থল এসে একাধিক ককটেল নিক্ষেপ করে। এসময় তারা অপুর সোনার দোকানে হামলা করে। অপুকে কুপিয়ে তার দোকানের সোনার অলংকার লুটে নিয়ে যায়। এসময় অপুর ছেলে অমিকেও তার পিটিয়ে আহত করে। পালিয়ে যাওয়ার সময়ও তারা ককটেল ফাটাতে থাকে। ঘটনাস্থলের পাশে মোহাম্মদ আলী সড়ক দিয়ে তারা পালিয়ে যায়। পরে ওই সড়ক থেকে পুলিশ ১০-১৫টি ককটেল উদ্ধার করে।

jagonews24

এদিকে পালিয়ে যাওয়ার সময় বেপোরো গতির পিকআপচাপায় লক্ষ্মীপুর-রায়পুর সড়কের ইটেরপুল এলাকায় তিনজন আহত হন। এর মধ্যে সফি উল্যা ও ইসমাইল গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সফি উল্যাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জেলা জুয়েলার্স সমিতির সভাপতি হরিহর পাল বলেন, অপুর অবস্থা আশঙ্কাজনক। তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করেছে ডাকাতদল। তার দোকানের সব সোনার অলংকার লুট করে নিয়ে গেছে।

সদর হাসপাতালের আরএমও ডা. আনোয়ার হোসেন বলেন, পিকআপচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া আহত স্বর্ণ ব্যবসায়ী অপুর অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, পালিয়ে যাওয়ার সময় ডাকাতদলের পিকআপের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

কাজল কায়েস/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।