রাজবাড়ীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১২:১৭ পিএম, ০৮ জুন ২০২৩

তীব্র তাপদাহে বিপর্যস্ত রাজবাড়ীর জনজীবন। দেখা নাই বৃষ্টির। ফলে গরমে অস্থির হয়ে পড়েছে মানুষসহ পশুপাখি। এ অবস্থা থেকে মুক্তি পেতে বৃষ্টির আশায় রাজবাড়ীতে বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার পাচুঁরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদরাসার মাঠে বিশেষ এ নামাজ অনুষ্ঠিত হয়।

jagonews24

নামাজে ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মোহাম্মদ সিরাজুম্মনিরের ইমামতিতে মাদরাসার শিক্ষক, ছাত্র ও স্থানীয় এলাকাবাসীসহ পাঁচ শতাধিক মুসল্লি অংশ নেন। এ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে রহমতের বৃষ্টি জন্য মোনাজাত করা হয়।

আরও পড়ুন: বরগুনায় গরমে চার্জার ফ্যানের সংকট, বেড়েছে দাম

ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আবুল এরশাদ মোহাম্মদ সিরাজুম্মনির বলেন, সারাদেশে তাপমাত্রা বেড়েই চলছে। এতে শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষ অস্থির হয়ে পড়েছে। আল্লাহর রহমতের বৃষ্টির দেখা নাই দীর্ঘ দিন। আল্লাহ কাউকে নিরাস করেন না। আল্লাহর রহমতের সেই বৃষ্টির আশায় আজ তারা বিশেষ নামাজ আদায় করছেন। নামাজে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। আল্লাহ ক্ষমা করে রহমতের বৃষ্টি দেবেন ইনশাল্লাহ।

রুবেলুর রহমান/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।