গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কিছুটা কমলো মাদারীপুরের তাপমাত্রা

দীর্ঘ কয়েকদিনের তাপপ্রবাহে পুড়ছিল মাদারীপুর। একইসঙ্গে ঘন ঘন লোডশেডিং জনজীবনে বিপর্যয় নেমে এসেছিল। ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং আর তীব্র গরমে যেন প্রাণ যায় যায় অবস্থা। অবশেষে কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মেলেছে মাদারীপুরে।
বৃহস্পতিবার (৮ জুন) সকাল ৯টা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। মুহূর্তের মধ্যে কমে এসেছে তাপমাত্রাও। এতে জেলাবাসীর মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।
ইটভাটার শ্রমিক আব্বাস ব্যাপারী বলেন, প্রচণ্ড গরমের মধ্যে ভাটায় কাজ করতে খুব কষ্ট হতো। সংসারের খরচ মেটানোর জন্য বাধ্য হয়ে কাজ করছি। শরীরে ফোসকাও পড়েছে। আজ বৃষ্টি হচ্ছে।এতে আমরা খুশি। এখন কিছুদিন তাপমাত্রা কম থাকবে।
শহরের থানতলী এলাকার গৃহবধূ লাবনী আক্তার বলেন, কদিন ধরে প্রচণ্ড গরমে জীবন যায় যায় অবস্থা। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তাই খুব খুশি।
মাদারীপুর আবহাওয়া অফিসের সহকারী মো. মনিরুজ্জামান জাগো নিউজকে বলেন, বর্তমানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তাপমাত্রা কিছুটা কমেছে। আগামী ২৪ ঘণ্টায় একইভাবে আকাশ মেঘাচ্ছন্নসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
আয়শা সিদ্দিকা আকাশী/এসজে/জিকেএস