মাদারীপুর

হত্যার ৯ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ভাই গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ০৮ জুন ২০২৩

মাদারীপুরের শিবচরে সোহেল মল্লিক হত্যার ৯ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ভাইকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৮ জুন) সকালে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ উপজেলার সাহেবপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- মাদারীপুরের শিবচরের জাদুয়ারচর এলাকার মৃত আব্দুল গফুর হাওলাদারের দুই ছেলে মিজানুর রহমান (৪২) ও শাহীন হাওলাদার (৩৮)। এ নিয়ে দণ্ডপ্রাপ্ত তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

আরও পড়ুন: আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিলো জঙ্গিরা

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মুহতাসিম রসুল জানান, সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে ২০১৩ সালের ৮ আগস্ট সিদ্দিক মল্লিকের ছেলে সোহেল মল্লিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরদিন নিহতের বাবা বাদী হয়ে শিবচর থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন। পরে ২০১৮ সালের ১৪ মে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরিফ উদ্দিন আহম্মদ চারজনকে মৃত্যুদণ্ড দেন।

এরআগে গত ১৪ মে মামলার আরেক আসামি বেলায়েত খাঁয়ের ছেলে আল আমিন খাঁকে (২৭) রাজধানীর যাত্রবাড়ী থেকে গ্রেফতার করে র‌্যাব। এখনো পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি খালেক হাওলাদার।

আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।