নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্র চলছে: ফরহাদ হোসেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৮:২৯ এএম, ০৯ জুন ২০২৩

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, যারা যাত্রীবাহী বাসে বোমা হামলা করে মানুষ পুড়িয়ে মেরেছিল, দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল তাদের কথা এখনো মানুষ ভুলে নাই। তাদের ষড়যন্ত্র এখনো থেমে নেই। সামনে নির্বাচন তাই সবাইকে সজাগ থাকতে হবে।

বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে শহরের কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক ছয় দফা দিবসের সমাবেশে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ২০০১-২০০৫ বিএনপি-জামায়াত জোট সরকার দেশে অরাজকতা তৈরি করেছিল। আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা, আদালতে বোমা হামলা, সারের জন্য কৃষকদের লাইনে দাঁড়ানো, সেখানেও কৃষক হত্যা থেকে শুরু করে সব ধরনের অপকর্মে লিপ্ত ছিল তারা। অথচ দেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। কোনো বাধায় এ অগ্রগতি থামানো যাবে না।

সমাবেশে আরও বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহীন।

আসিফ ইকবাল/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।