পঞ্চগড়ে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ১২:১৯ পিএম, ০৯ জুন ২০২৩

পঞ্চগড়ে তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে ইস্তিস্কার নামাজ আদায় করেছেন তিন শতাধিক মুসল্লি। শুক্রবার (৯ জুন) সকাল ৯টার দিকে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নামাজে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আ ন ম আব্দুল করিম।

এর আগে বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম নামাজের আহ্বান জানান।

আরও পড়ুন; বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় 

পবিত্র কোরআন ও হাদিস শরীফের উদ্ধৃতি দিয়ে খতিব মুফতি আ ন ম আব্দুল করিম বলেন, বৃষ্টির জন্য মহানবী হযরত মুহাম্মদ (সা.) ইস্তিস্কার নামাজ আদায় করেছিলেন। সেই নামাজের প্রার্থনার কবুল হয়ে অঝোর ধারায় বৃষ্টি নেমেছিল। চলমান দাবদাহ থেকে রক্ষার জন্য আমরাও নামাজের আয়োজন কনির।


সফিকুল আলম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।