চুয়াডাঙ্গায় সোনার বারসহ ৪ যুবক আটক
চুয়াডাঙ্গার জীবননগরে সোনার ১৪ বারসহ চারজনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (৮ জুন) রাতে উপজেলার হাসাদহ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নড়াইলের লোহাগড়া উপজেলার বড়দিয়া মঙ্গলপুর গ্রামের জিহাদ মোল্লার ছেলে এবাদুল মোল্লা (২৬), তমসুল মোল্লার ছেলে মাহাবুর হাসান (২৭), ইনসান কাজির ছেলে রিয়াজ কাজি (২১) ও নড়াগাতি উপজেলার খাশিয়ান গ্রামের ইয়ার আলির ছেলে শেখ সোহেল রানা (৩৫)।
৫৮ বিজিবির পরিচালক মাসুদ পারভেজ রানা বলেন, অবৈধভাবে ভারতে সোনা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। একটি সাদা রঙের প্রাইভেটকার সীমান্ত এলাকার দিকে যাচ্ছিল। বিজিবি টহল দল সিগন্যাল দিলে প্রাইভেটকারটি দাঁড়ায়। পরে তল্লাশি চালিয়ে ১৪ সোনার বারসহ চারজনকে আটক করা হয়।
হুসাইন মালিক/আরএইচ/এএসএম