খাগড়াছড়িতে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ১২:০০ পিএম, ১০ জুন ২০২৩
কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় সিএনজিচালিত অটোরিকশা

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন।

শনিবার (১০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গাড়িটানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. আলী আজগর (৩২) ও আবদুল মোতালেব (৩৫)। নিহতদের দুজনই হাটহাজারীর মুনিয়াপুকুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পেশায় একজন অটোরিকশাচালক ও অপরজন আম ব্যবসায়ী।

আরও পড়ুন: পঞ্চগড়ে দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মানিকছড়ি তিনট্যহরী থেকে আম নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও আম ব্যবসায়ী মারা যান।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম জাগো নিউজকে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

মুজিবুর রহমান ভুইয়া/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।