মেহেরপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ১৩ জুন ২০২৩

মেহেরপুরের গাংনী উপজেলায় হত্যা মামলায় শরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা, আনাদায়ে তাকে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

মঙ্গলবার (১৩ জুন) বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত শরিফুল ইসলাম কাজীপুর মাঠপাড়া গ্রামের রোমজিতের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী পল্লব ভট্টাচার্য রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ২৬ মে সন্ধ্যায় কাজীপুর মাঠপাড়ার কাজিম উদ্দীন একই এলাকার নাজিমুদ্দিনের দোকানে বসে চা পান করছিলেন। চা পান করার পর বিল দেওয়াকে কেন্দ্র করে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শরিফুল কাজিমুদ্দিনের গোপনাঙ্গ চেপে ধরেন। এসময় তার সহযোগীরা কাজিমকে কিল-ঘুষি মারতে থাকেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে আবু সাঈদ বাদী হয়ে গাংনী থানায় মামলা করেন।

পরে তদন্ত কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন মামলার প্রাথমিক তদন্ত শেষে শরিফুল, মঞ্জু বেগম, মিনা, মহিমা, রমোজিত, নাজিম উদ্দিনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ৯ সাক্ষী সাক্ষ্য দেন। এতে মামলার এক নম্বর আসামি শরিফুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। এছাড়া মামলার অপর আসামি মঞ্জু বেগম, মিনা, মহিমা, রমোজিত এবং নাজিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেন বিচারক।

আসিফ ইকবাল/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।