নারী দিয়ে ব্ল্যাকমেইল করে টাকা দাবি, গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৯:৫১ এএম, ১৪ জুন ২০২৩

চুয়াডাঙ্গায় আবাসিক হোটেলে অবস্থানরত এক ব্যক্তিকে ব্ল্যাকমেইল করে টাকা দাবির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারের পর মঙ্গলবার (১৩ জুন) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার যুবকরা হলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার আব্দুল আলিমের ছেলে বিপুল (২৭), সুমুরদিয়াপাড়ার দরুদ হাসানের ছেলে রুহুল আমিন (২৫) ও হাসপাতালপাড়ার মিজানুর রহমানের ছেলে রিমন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, সদর উপজেলার নুরনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে রাকিবুল ইসলাম থানায় একটি প্রতারণার মামলা করেন। পরে আমরা তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে দুইদিন ধরে শহরের পৃথক স্থানে অভিযান চালিয়ে তিন প্রতারককে গ্রেফতার করি।

ওসি বলেন, মামলার বাদী রাকিবুল ইসলাম গত ২৪ মে চুয়াডাঙ্গা শহরের একটি আবাসিক হোটেলে ওঠেন। এরপর সেখানে তিনি দুইদিন অবস্থানও করেন। এর একপর্যায়ে ২৭ মে সকালে রাকিবুল হোটেল রুমে অবস্থানকালে বিপুল, রুহুল ও রিমন দুই নারীকে নিয়ে ওই হোটেলে প্রবেশ করেন। এরপর রাকিবুলের রুমে এক নারীকে ঢুকিয়ে দেন। একপর্যায়ে প্রতারক চক্রের সদস্য রুহুল জোর ওই নারীর সঙ্গে রাকিবুলের আপত্তিকর অবস্থা তৈরি করে মোবাইলফোনে ভিডিও ধারণ ও ছবি তুলে রাখেন।

তিনি বলেন, এরপর এই প্রতারকরা রাকিবুলকে ব্ল্যাকমেইল করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে রাকিবুলকে মারধর করে গুরুতর আহত করেন। এরপর তার ব্যবহৃত মোবাইলফোন, চেকবই, মানিব্যাগ ও একটি মোটরসাইকেল নিয়ে যান প্রতারক চক্রের সদস্যরা। এ ঘটনায় রাকিবুল মামলা করলে আমরা তিনজনকে গ্রেফতার করি।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, মঙ্গলবার বিকেলে তিনজনকে চুয়াডাঙ্গার আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

হুসাইন মালিক/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।