‘বুধু-রবি’ একসঙ্গে কিনলেই পালসার ফ্রি
রংপুরে বুধু আর রবিকে একসঙ্গে কিনলেই পুরস্কার হিসেবে পেয়ে যাবেন পালসার মোটরসাইকেল। বুধু আর রবি রংপুর নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের মীরগঞ্জের তালুক তামপাট এলাকার খামারি রফিকুল ইসলাম সরকারের ফ্রিজিয়ান জাতের গরু।
আসন্ন কোরবানি ঈদ ঘিরে রংপুরের হাট কাঁপাতে চায় এ বিশাল আকৃতির বুধু ও রবি। শুধু তাই নয়, তাদের একসঙ্গে কিনলে পুরস্কার হিসেবে পাওয়া যাবে মোটরসাইকেলও।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ের ‘বিগবস’ কিনলেই ফ্রি মোটরসাইকেল
সরেজমিনে গিয়ে দেখা যায়, পরম যত্ন নিয়ে বুধু ও রবির পরিচর্যা করছেন মালিক রফিকুল ইসলাম সরকার। গরুর খাদ্যের দিকে খেয়াল রাখার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সজাগ তিনি। এমনকি এই তীব্র গরমে গরুর কষ্টের কথা চিন্তা করে দুটি ফ্যান ও সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থাও করেছেন।

স্থানীয়রা বলছেন, এত বড় গরু এবার কোথাও দেখা যায়নি। মনে হচ্ছে এই গরু দুটিই হবে রংপুরের বাজারে সবচেয়ে বড় গরু। এই গরু দুটিকে এক নজর দেখতে প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে লোকজন ভিড় জমাচ্ছেন রফিকুলের বাড়িতে।
প্রতিবেশী হারুন অর রশিদ বলেন, গরু দুটি অনেক যত্ন করে লালন করেছেন রফিকুল। আশানুরূপ দাম পেলে পরিশ্রম সার্থক হবে এবং উৎসাহ বাড়বে।
আরও পড়ুন: ১৫শ কেজির কালোপাহাড়ের দাম ২৫ লাখ
গরুর মালিক রফিকুল ইসলাম বলেন, বুধু ও রবির জন্ম আমার এখানেই। সপ্তাহের বুধ ও রবিবার জন্ম নিয়েছে বলে আমার মা আদর করে তাদের নাম রেখেছেন বুধু ও রবি। বুধুকে চার বছর ও রবিকে তিন বছর ধরে লালন পালন করে আসছি। কখনও তাদের পরিচর্যা ও খাবারের বিষয়ে অবহেলা করিনি। আশা করছি রবির ওজন হবে ২৫ মণ ও বুধুর ওজন হবে প্রায় ২৬ মণ। বুধু ও রবির দাম ১৫ লাখ করে ৩০ লাখ টাকা। কেউ একসঙ্গে দুটোকে কিনলে একটি পালসার মোটরসাইকেলও পুরস্কার হিসেবে ফ্রি দেওয়া হবে।
জিতু কবীর/জেএস/এএসএম