‘অনিরাপদ খাদ্যের কারণে ৩৩ শতাংশ মানুষ নানা রোগে ভুগছে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০১:৫৭ পিএম, ১৪ জুন ২০২৩

অনিরাপদ খাদ্যাভ্যাসের কারণে দেশে অন্তত ৩৩ শতাংশ মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। তার মধ্যে ডায়াবেটিস ও হৃদরোগ দেশে সর্বগ্রাসী আকার ধারণ করছে। তাই সবাইকে নিরাপদ খাদ্য সম্পর্কে জানতে হবে। একই সঙ্গে খাদ্য গ্রহণেও সচেতন হতে হবে।

বুধবার (১৪ জুন) দুপুরে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালার বক্তারা এসব কথা বলেন।

এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। এছাড়া আরও অংশ নেন সাংবাদিক, ব্যবসায়ী, এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা।

আরও পড়ুন: ফেনীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ২ লাখ ৪৪ হাজার শিশু

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ফেনী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শামসুল আরেফিন। জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন জেলা কৃষি বিভাগের উপপরিচালক মো. একরাম উদ্দিন, ফেনী সরকারী কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক নুরুল আজিম ভূঁইয়া, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফেনী চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আবুল কাশেম, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, ফেনী পৌরসভার কাউন্সিলর সাইফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ও আবু তালেব।

আবদুল্লাহ আল-মামুন/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।