দুর্বৃত্তদের দেওয়া বিষে মরলো ৭০ লাখ টাকার মাছ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০২:৫৬ পিএম, ১৪ জুন ২০২৩

মেহেরপুরের গাংনী উপজেলার এলাঙ্গি গ্রামের একটি মাছের খামারে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে ৭০ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন মৎস্য খামার মালিক গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী।

মঙ্গলবার (১৩ জুন) রাতের কোন এক সময় এ বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা।

আহম্মেদ আলী জানান, বেশ কয়েক বছর ধরেই এলাঙ্গি গ্রামে ৪৫ বিঘা জমির উপরে মাছ ও গরুর খামার পরিচালনা করেছেন তিনি। গেল রাতে দুর্বৃত্তরা তার খামারের সিসিটিভি ক্যামেরার তার কেটে দিয়ে মাছের খামারে বিষ প্রয়োগ করে।

আরও পড়ুন: কোরবানির গরু নিয়ে খামারিদের কপালে চিন্তার ভাঁজ

বুধবার (১৪ জুন) সকালে মরা মাছ ভেসে উঠতে দেখে বিষ প্রয়োগের বিষয়টি বুঝতে পারেন খামারের শ্রমিকরা। খামারটিতে সাড়ে তিন কোটি টাকার উপরে মাছ রয়েছে। বিষ প্রয়োগের ফলে ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন খামার মালিক আহম্মেদ আলী। একই সঙ্গে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

গাংনী উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরা মাছের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় ল্যাবে পাঠিয়েছে। আধুনিক এই মৎস্য খামারে মাছের কোন রোগ বালাই পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, শত্রুতা করে কেউ বিষ প্রয়োগ করছে।

আসিফ ইকবাল/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।