বাবাকে না পেয়ে ১৭ মাসের শিশুর পেটে ছুরি
ময়মনসিংহের নান্দাইলে জমি নিয়ে বিরোধে জেরে বাবাকে না পেয়ে ১৭ মাসের শিশু বীথিকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। ছুরিকাঘাতে শিশুর নাড়ি ভুরি বের হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলার চন্ডীপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
অবুঝ শিশুকে বাঁচাতে অস্ত্রোপাচারের মাধ্যমে পেট থেকে লম্বা ছুরিটি বের করার প্রাণপণ চেষ্ঠা চালাচ্ছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবাকে না পেয়ে সন্ত্রাসীরা অবুঝ শিশুটিকে আঘাত করে।
শিশু বীথির মা বিউটি বেগম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সকালে উপজেলার চন্ডীপাশা গ্রামের পুইট্ট্যা শাহজাহানের নেতৃত্বে ৫/৬ জন সন্ত্রাসী তাদের বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা তার স্বামী দ্বীন ইসলামকে হত্যা করতে আসলে তিনি দৌড়ে বাড়ি থেকে পালিয়ে যান। এসময় কয়েকজন সন্ত্রাসী দা ও বল্লম নিয়ে তার স্বামীকে ধাওয়া করে।
একপর্যায়ে পুইট্ট্যা শাহজাহান ও আলমগীর তাদের বাড়িতে এসে তাকে ঘর থেকে বেরিয়ে আসতে বলে। এসময় তিন দিনের প্রসূতি হওয়ায় তিনি ঘর বের হতে পারেননি। পরে রাগে ও ক্ষোভে শাহজাহান ঘরে ঢুকে ১৭ মাসের শিশু বীথিকে ধরে বাইরে নিয়ে এসে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
দেড় ফুট লম্বা ছুরিটি শিশুর পেটে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে যায়। এতে শিশুটির নাড়িভুরি বেরিয়ে আসে। এ অবস্থায় বাড়ির লোকজন শিশুটিকে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. মইনউদ্দিন খান জানান, ছুরিকাঘাত করায় ১৭ মাসের শিশু বীথির নাড়িভুরি বেরিয়ে গেছে। পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে আসায় ছুরিটি আটকে গেছে। শিশুটির অবস্থা খুবই শোচনীয়। তাকে শিশু সার্জারি বিভাগে অস্ত্রোপাচারের জন্য পাঠানো হয়েছে। দুপুর দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অপারেশন থিয়েটারে শিশুটির অস্ত্রোপচার চলছিল।
ঘটনার সত্যতা স্বীকার করে নান্দাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আতাউল করিম খোকন/এআরএ/এবিএস