পুকুরে ডুবে প্রাণ গেলো ৪ বছরের শিশুর

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি, দিনাজপুর
প্রকাশিত: ০২:৫৬ পিএম, ১৫ জুন ২০২৩
প্রতীকী ছবি

দিনাজপুরের বিরামপুরে বাড়ি সামনে পুকুর পাড়ে খেলার সময় পানিতে ডুবে আব্দুল্লাহ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলা দিওড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিজুল মাগরা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ ওই এলাকার আল-আমীনের ছেলে।

আরও পড়ুন: বন্ধুকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেন সাঁতার না জানা রিফাত

শিশুটির মা বলেন, আমরা বাড়ির কাজে ব্যস্ত ছিলাম । বাসার সামনেই আমার ছেলে খেলাধুলা করছিল। হঠাৎ করে কোনো সাড়াশব্দ না পেয়ে বাইরে গিয়ে দেখি বাড়ির পাশের পুকুরে পরে গেছে। পরে এলাকাবাসীর সহযোগিতায় তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত বিরামপুর হাসপাতালে নিয়ে যাই। সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিওড় ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড মেম্বার আজগর আলী জানান, বেলা ১১ টার দিকে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি বিরামপুর থানা পুলিশকে জানানো হয়েছে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, দিওড় ইউনিয়নের বিজুল গ্রামে একটি শিশু পুকুরে পরে মারা গেছে। পরিবারের কোনো অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মো. মাহাবুর রহমান/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।