ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো বাইসাইকেল আরোহীর
চুয়াডাঙ্গা সদরের শংকরচন্দ্র ইউনিয়নে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) সকালে শংকরচন্দ্র ইউনিয়নের মোকামতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম গাফফার মণ্ডল (৫০)। তিনি একই ইউনিয়নের ঠাকুরপাড়ার সিয়াম মণ্ডল ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, বাড়ি থেকে বাইসাইকেলযোগে ডিঙ্গেদহ বাজারের দিকে যাচ্ছিলেন গাফফার। পথে শংকরচন্দ্র মোকামতলা মোড়ের কাছে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাপলা খাতুন বলেন, ওই ব্যক্তির শারীরিক অবস্থা বিবেচনা করে রাজশাহী নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে দুপুরের দিকে তিনি মারা যান।
হুসাইন মালিক/এসআর/জেআইএম