সাইকেলে চড়ে জেপি চেয়ারম্যানের পক্ষে গণসংযোগ


প্রকাশিত: ১২:০২ পিএম, ১৩ মার্চ ২০১৬

পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের ইউপি চেয়ারম্যানের জাতীয় পার্টি জেপি সমর্থিত সাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থী মো. শাহ আলম এর পক্ষে রোববার স্থানীয় বাজার রোড, সদর রোড, কাপড়িয়া পার্টি রোডে ব্যাপক গণসংযোগ করেন উপজেলার উন্নয়ন পরিষদের সভাপতি আ. লতিফ খসরু।

এ সময় তার সাথে ছিলেন জাতীয় যুব সংহতির সভাপতি মো. জাকির হোসেন নসু, কাউখালী এলাকা পরিচালক, পিরোজপুর পল্লী বিদ্যুত সমিতি। তার সাইকেলে চড়ে এ গণসংযোগ পর্যায়ক্রমে প্রত্যেকটি গ্রামে নিয়ে যাওয়া হয়। এ সময় ভোটারদের হাতে সাইকেল মার্কার লিফলেট বিতরণ করা হয়।
 
এসময় কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আ. লতিফ খসরু উপজেলা উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য জাতীয় পার্টি জেপির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলমকে সাইকেল মার্কায় ভোট দেয়ার জন্য আহবান জানান।

হাসান মামুন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।