সুনামগঞ্জে টানা বৃষ্টি, স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ১০:১৬ এএম, ১৬ জুন ২০২৩

টানা বৃষ্টিতে সুনামগঞ্জের নদ-নদীতে পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উৎকণ্ঠায় দিন কাটছে ভাটি অঞ্চলের মানুষের।

SUNAM-(2).jpg

এদিকে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

SUNAM-(2).jpg

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামসুদ্দোহা বলেন, গতকালের চেয়ে আজ নদীর পানি কিছুটা কমলেও ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় সীমান্তবর্তী এলাকায় স্বল্পমেয়াদি বন্যা হতে পারে। জেলার নদ-নদীর পানি বিপৎসীমার ১৫৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

লিপসন আহমেদ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।