শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে নতুন দুই ফেরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৮:৫৮ এএম, ১৮ জুন ২০২৩

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুবাহী ও কাঁচামালবাহী পরিবহন দ্রুত নদী পারাপারের সুবিধার্থে শরীয়তপুর-চাঁদপুর ঘাটে আনা হয়েছে আরও দুটি ফেরি। ঈদে এই রুটে মোট সাতটি ফেরি চলাচল করবে।

রোববার (১৮ জুন) সকাল ৭টার দিকে ফেরি কস্তুরী এসে ট্রাফিকে যুক্ত হয়েছে। আর নারায়ণগঞ্জ ডকইয়ার্ড থেকে আগামী ২৪ জুন বড় ফেরি ডা. গোলাম মাওলা ঘাটে এসে পৌঁছাবে।

আরও পড়ুন: ২২ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু

বিআইডব্লিউটিসি নরসিংহপুর, ইব্রাহীমপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুবাহী, কাঁচামালবাহী এবং যাত্রীবাহী যানবাহনগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরাপদে পারাপার করাই আমাদের মূল লক্ষ্য। বিশেষ করে যেকোনো পশুবাহী যানবাহনকে সর্বোচ্চ ১-২ ঘণ্টার মধ্যে শরীয়তপুর থেকে চাঁদপুর ফেরিঘাট পারাপারের ব্যবস্থা থাকবে। আজ একটি ফেরি ঘাটে এসে সংযুক্ত হয়েছে। আগামী ২৪ তারিখে রো রো ফেরিটি আসবে। তাহলে ঈদে যানবাহন পারাপারে কোনো ভোগান্তি হবে না।

জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।