ফেনীতে অবৈধ ক্যাবল অপারেটরকে ৫০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ১৮ জুন ২০২৩
অবৈধ ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত

ফেনীর ছাগলনাইয়া বাজারে লাইসেন্সবিহীন অবৈধ ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে রোববার (১৮ জুন) অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মুক্তা ক্যাবল নেটওয়ার্ক নামে এক অবৈধ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ফেনীতে অবৈধ ক্যাবল অপারেটরকে ৫০ হাজার টাকা জরিমানা

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশন নোয়াখালী উপকেন্দ্রের লাইসেন্স পরিদর্শক আকরাম উল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম জানান, অবৈধ ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আবদুল্লাহ আল-মামুন/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।