পরীক্ষা চলাকালে খসে পড়লো পলেস্তারা, আহত ৬ ছাত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৭:৩২ পিএম, ১৮ জুন ২০২৩

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে পলেস্তারা খসে পড়ে ছয় ছাত্রী আহত হয়েছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

রোববার (১৮ জুন) দুপুরে উপজেলা তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।

আহতরা হলো- নবম শ্রেণীর ছাত্রী সুমিতা রায়, আহমদ মোয়াল্লেমা, সাকী রায়, অষ্টম শ্রেণির ছাত্রী পর্না মৈত্র, জেবিন রাহাদ, অনন্যা দে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা সদরে বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে ষষ্ট শ্রেণি থেকে দশম শ্রেণির পার্ক প্রাথমিক পরীক্ষা চলছিল। দুপুরে পরীক্ষা চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থীদের গায়ের ওপর পড়ে। এতে ছয় শিক্ষার্থী গুরুত্বর আহত হলে শিক্ষকরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।

বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াহিয়া তালুকদার জাগো নিউজকে বলেন, পরীক্ষা চলাকালে ঘটনাটি ঘটেছে। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বোরহান উদ্দিন জাগো নিউজকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। তিনি সরজমিন পরিদর্শন করে বিদ্যালয়ের ভবনের বিষয়ে ব্যবস্থা নেবেন। আর আহত শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়েছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান রনি জাগো নিউজকে বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

লিপসন আহমেদ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।