আনসারদের বেতন-বোনাস

টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক অবরুদ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ১৮ জুন ২০২৩

বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) তত্ত্বাবধায়ক মোহাম্মদ এহিয়াতুজ্জামানকে তার কক্ষে অবরুদ্ধ করেছেন দায়িত্বরত আনসার সদস্যা।

রোববার (১৮ জুন) বেলা ১১টার থেকে তার অফিস কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। বিকেল ৩টার দিকে অফিস কক্ষের তালা খুলে দেওয়া হলেও বের হতে পারেননি তত্ত্বাবধায়ক।

খোঁজ নিয়ে জানা গেছে, মে ও চলতি জুন মাসের বেতন ও ঈদুল আজহার বোনাসের দাবিতে শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) দায়িত্বে থাকা ৫৫ জন আনসার সদস্য উন্নয়ন কেন্দ্রের ভেতরে এবং বাইরে অবস্থান নেন।

শিশু উন্নয়ন কেন্দ্রের প্রধান ফটকে দায়িত্বে থাকা আনসার সদস্য জুয়েল মিয়া বলেন, বেতনের বিষয়ে জানতে গেলে কেন্দ্রের দায়িত্বে থাকা তত্ত্বাবধায়ক এহিয়াতুজ্জামান আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। বেতন পরিশোধ নিয়ে আগেও কয়েক মাস গড়িমসি করেছেন তিনি। সকাল থেকে এখানকার আনসার সদস্যরা তত্ত্বাবধায়ককে তার কক্ষে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করে রাখেন।

টঙ্গী থানার আনসার ভিডিপির কর্মকর্তা তোফায়েল আহমেদ জাগো নিউজকে বলেন, বেতনের দাবিতে শিশু উন্নয়ন কেন্দ্রের আনসার সদস্যরা রোববার সকাল থেকেই তত্ত্বাবধায়ককে অবরুদ্ধ করে রাখেন। আমরা এসেছি, তাদের নিয়ে কথা বলছি। সোমবার বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে।

টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) তত্ত্বাবধায়ক মোহাম্মদ এহিয়াতুজ্জামান জাগো নিউজকে বলেন, আমি বরাদ্দ পাইনি, তাই বেতন পরিশোধ করতে পারছি না। বেতন পরিষদের জন্য ১৯ লাখ টাকা আছে। মাত্র ২২ হাজার টাকা কম। বরাদ্দের টাকাটা পেলেই সোমবার বেতন পরিশোধ করা হবে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জাগো নিউজকে বলেন, বিষয়টি আমাকে কেউ জানায়নি। আমরা খোঁজ নিচ্ছি।

আমিনুল ইসলাম/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।